বিশ্বে জোরপূর্বক বাস্তচ্যুত ১১ কোটি মানুষ: জাতিসংঘ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৩ বিশ্বে রেকর্ড ১১ কোটি লোক তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক বাস্তচ্যুত হয়েছে। বাস্তুচ্যুতের সংখ্যা নজিরবিহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। বুধবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থার শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলেছে, ইউক্রেনে রুশ যুদ্ধ, আফগানিস্তান থেকে শরর্ণাথীর পালিয়ে আসা এবং সুদানের গৃহযুদ্ধ শরণার্থীর মোট সংখ্যা বাড়িয়ে দিয়েছে। যারা বিদেশে আশ্রয় খুঁজতে বাধ্য হয়েছে। আর যারা নিজ দেশের ভেতরে বাস্তুচ্যুত তাদের সংখ্যাও নজিরবিহীন।KSRM ইউএনএইচসিআর তার গ্লোবাল ট্রেন্ডস ইন ফোর্সড ডিসপ্লেসমেন্ট নামক বার্ষিক রিপোর্টে বলেছে, গত বছরের শেষ নাগাদ ১০ কোটি ৮৪ লাখ লোক বাস্তচ্যুত হয়েছে। ২০২১ সালের তুলনায় এ সংখ্যা ১ কোটি ৯১ লাখ বেশি। এরপর সুদানে সংঘাত শুরুর কারণে নতুন করে বাস্তচ্যুতি ঘটায় মে মাস নাগাদ এ সংখ্যা দাঁড়ায় ১১ কোটিতে। জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, সংঘাত, নিপীড়ন, দ্বন্দ্ব ও বৈষম্যের কারণে বিশ্বে ১১ কোটি লোক বাস্তুচ্যুত হয়েছে। এটি বিশ্ব পরিস্থিতির একটি নিন্দনীয় অবস্থা বলে উল্লেখ করেন তিনি। বিশ্বে ২০২২ সালে ৩ কোটি ৫৩ লাখ লোক নিজ দেশ ছেড়ে বিদেশে পালিয়েছে। এছাড়া ৬ কোটি ২৫ লাখ আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। ফিলিপ্পো গ্রান্ডি আশংকা করে বলেন, এ সংখ্যা আরও বাড়তে পারে। (বাসস) আন্তর্জাতিক/আবির SHARES আন্তর্জাতিক বিষয়: