বিশ্বনাথ উপজেলায় আন্ত:স্কুল সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা’র সেমিফাইনাল অনুষ্ঠিত The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২৪ স্টাফ রিপোর্টার: Curious For Talent কর্তৃক আয়োজিত ‘Mohammed Ali Mojnu Trust’ এর পৃষ্ঠপোষকতায় Searching Merits স্লোগানকে সামনে রেখে “আন্ত:স্কুল সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪” এর সেমিফাইনাল রাউন্ড প্রতিযোগিতা বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ৭ জুন, শুক্রবার। আন্ত:স্কুল সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার অনুষ্টানটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ১ম সেমিফাইনালে ‘চাউলধনী স্কুল এন্ড কলেজ’ এবং ২য় সেমিফাইনালে ‘একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়’ বিজয় লাভ করে। Curious For Talent এর সাধারণ সম্পাদক আবদুল মুমিন মামুন এর সঞ্চালনায় স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন Curious For Talent এর সভাপতি অধ্যক্ষ নেছার আহমেদ, বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ছাতক জনতা কলেজর প্রফেসর হেলাল, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এনডিএফ বিডি ‘র কো-চেয়ারম্যান ও সিলেট জোন প্রধান মোহাম্মদ খলীলুর রহমান, রাগিব রাবেয়া কলেজের প্রভাষক খালেদ আহমদ। মেধা বিকাশের এমন সুন্দর প্লাটফর্ম সৃষ্টি ও বিতর্ক শিল্পের চমৎকার এ আয়োজনের জন্য ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এনডিএফ বিডি ‘র কো- চেয়ারম্যান ও সিলেট জোনের জোন প্রধান মোহাম্মদ খলীলুর রহমান ‘Mohammed Ali Mojnu Trust’ এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সিলেট/আবির SHARES শিক্ষাঙ্গন বিষয়: