বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরীর মৃত্যুতে ডক্টর সামছুল হক চৌধুরীর শোক প্রকাশ

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২১

স্টাফ রিপোর্টার;
সুনামগঞ্জের জেলার দিরাই সরকারি কলেজের প্রতিষ্টাতা অবসরপ্রাপ্ত স্বনামধন্য অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী গত ২২শে মার্চ সোমবার দুপুরে সিলেট মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্নালিল্লাহ ওইন্না ইলাইহি রাজিউন! মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

২৩শে মার্চ মঙ্গলবার সকাল ৯ টায় নিজ গ্রামের বাড়ি উপজেলার তাড়ল ঈদগাহ মাঠে ও বেলা সাড়ে ১১ টায় দিরাই পৌর শহরের বিএডিসি মাঠে অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামীলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এবং যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগের কার্যকরী সভাপতি ডক্টর সামছুল হক চৌধুরী।

এক শোক বার্তায় ড. সামছুল হক চৌধুরী বলেন, দিরাইয়ের শিক্ষার প্রসারে অধ্যক্ষ হান্নান চৌধুরীর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুম অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।