বিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন অঙ্কন The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪ বিপিএলে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন খুলনা টাইগার্সের মাহিদুল ইসলাম অঙ্কন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রাম কিংসের বিপক্ষে ১৮ বলে ফিফটি করে রেকর্ড গড়েছে এই উইকেটরক্ষক ব্যাটার। এই রেকর্ড গড়তে অঙ্কন পেছনে ফেলেছেন রনি তালুকদারকে। ২০২৩ সালে জানুয়ারিতে রংপুর রাইডার্সের হয়ে মিরপুরের কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ১৯ বলে ফিফটি করেছিলেন রনি। শুধু বিপিএলই নয়, স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের দ্রুততম ফিফটি রেকর্ডেও নাম লিখিয়েছেন অঙ্কন। ২০২৩ সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ফিফটি করেছিলেন লিটন দাসও। যদিও বিপিএলে এর আগে সমান ১৮ বলে ফিফটির নজির আছে আরও দুটি। ২০২৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খুশদিল শাহ এবং ২০২২ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উইল জ্যাকস বিপিএলের দ্রুততম ফিফটির রেকর্ডটি গড়েন। তাদের তালিকায় যৌথভাবে নাম উঠেছে অঙ্কনের। খেলা/আবির SHARES খেলাধুলা বিষয়: