‘বিজয়ের মাসে দেশবাসীর জন্য বড় উপহার সিরিজ জয়’ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ পর টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ। আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানের ব্যবধানে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করে সফরকারীরা। শেষ দিকে ব্যাট করতে নেমে ২টি চার ও ২টি ছক্কায় ১৭ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পান শামীম হোসেন পাটোয়ারী। পুরস্কার নিতে এসে তিনি জানিয়েছেন, এটা বিজয়ের মাসে দেশবাসীর জন্য বড় একটি উপহার। ‘‘বাংলাদেশের জন্য অসাধারণ একটি সিরিজ জয়। ওয়েস্ট ইন্ডিজের মতো একটি দল যারা টি-টোয়েন্টিতে কতো শক্তিশালী। সেটা যে কন্ডিশন কিংবা পিচেই খেলা হোক। পাশাপাশি বিজয়ের মাসে এটি আমাদের দেশবাসীর জন্যও বড় একটি উপহার।’’ বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৮.৩ ওভারে ১০২ রানে অলআউট হয়ে যায়। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি। খেলা/আবির SHARES খেলাধুলা বিষয়: