ভারতের কর্ণাটক রাজ্যের বহিষ্কৃত বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে বাংলাদেশ নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে একটি অনুষ্ঠানে এমন বক্তব্য দেওয়ায় এই মামলা করে স্থানীয় পুলিশ। তিন সপ্তাহের ব্যবধানে এটি তাঁর বিরুদ্ধে দ্বিতীয় বিদ্বেষমূলক বক্তব্যের মামলা।
জানা গেছে, বাংলাদেশে হিন্দুদের কথিত আটকের প্রতিবাদে সম্প্রতি ভারতের হিন্দু হিতরক্ষান সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক সমাবেশে ঈশ্বরাপ্পা ঘৃণামূলক ভাষণ দেন।
পাশাপাশি তিনি সমালোচনা করেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। সেই বক্তৃতার একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এরপরই তার নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, কর্ণাটকের শিবমোগা শহরের পুলিশ ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। চলতি বছরের শুরুতে শিবমোগা লোকসভা আসন থেকে বিজেপির বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ৩০,০০০ ভোটও পেয়েছিলেন।
গত ১৬ নভেম্বর এই নেতার বিরুদ্ধে 'মুসলিমদের হুমকি দেওয়া' এবং 'উস্কানিমূলক মন্তব্য' করার অভিযোগে মামলা দায়ের করা হয়।
চলতি বছরের গোড়ায় বিজেপি ঈশ্বরাপ্পাকে ৬ বছরের জন্য দল বহিষ্কার করে। বহিষ্কারের কারণ মূলত, লোকসভা আসনে বিদ্রোহী প্রার্থী হয়ে লড়া।
আন্তর্জাতিক/আবির
প্রধান সম্পাদকঃ আজিজুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশকঃ আনোয়ারুল হক রুবেল
বার্তা সম্পাদকঃ সুজন আহমদ