বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে টিকেটের মূল্য নির্ধারণ

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩

বাংলাদেশ-নিউজিল্যান্ডের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ মূল্য ১৫শ’ আর সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২শ’ টাকা।

মঙ্গলবার থেকে স্টেডিয়ামের টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট কিনতে পারবেন দর্শকরা।

ম্যাচ ডে এবং আগের দিনও টিকিট পাওয়া যাবে। এছাড়া বিসিবির অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর নিয়ে নিবন্ধন করেও টিকেট কেনা যাবে।

গ্র্যান্ডস্ট্যান্ডে বসে খেলা দেখতে দর্শককে গুণতে হবে ১৫শ’ টাকা। আর ভিআইপি স্ট্যান্ডে ১ হাজার, ক্লাব হাউসে ৫শ’, নর্থ এবং সাউথ স্ট্যান্ডের জন্য ৩শ’ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বনিম্ন ২শ’ টাকায় ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।

ক্রীড়াঙ্গন/আবির