বাংলাদেশকে সমীহ করে যা বললেন ইংল্যান্ড অধিনায়ক The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩ নিতম্বের চোটের কারণে বিশ্বকাপের চলতি আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি বেন স্টোকস। আগামীকাল ভারতের ধর্মশালায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। এই ম্যাচেও খেলা হচ্ছে না স্টোকসের। এ ব্যাপারে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলেন, সম্ভবত আগামীকালও বেন স্টোকসের খেলা হচ্ছে না। তবে তাকে নেটে ফিরতে দেখে ভালো লেগেছে। পূর্ণ ফিটনেস ফিরে পাচ্ছে। তবে কাল তার খেলার সম্ভাবনা নেই। বিশ্বকাপে ২০০৭ থেকে চার ম্যাচে মুখোমুখি হয় দুই দল। অতীতের সেই চারবারের সাক্ষাতে দুটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। বিশ্বকাপে ফের বাংলাদেশের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে পরিসংখ্যান নিয়ে ভাবছেন ইংলিশ অধিনায়ক। তিনি বলেন, পরিসংখ্যান নিয়ে একেবারেই ভাবছি না। বাংলাদেশের বিপক্ষে আমাদের অনেক দারুণ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। যাদের বিপক্ষে আমরা খেলি, তাদের আমরা শ্রদ্ধা করি। বিশ্বকাপে আপনি সত্যিই কঠিন প্রতিপক্ষ আশা করবেন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে ব্যাকফুটে রয়েছে ইংল্যান্ড। বাংলাদেশ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় ব্রিটিশরা। এ ব্যাপারে ইংলিশ অধিনায়ক বলেন, দুটো দলই মাত্র একটা ম্যাচ খেলেছে। দল হিসেবে আমরা খুবই আশাবাদী। আমরা জানি গত ম্যাচের চেয়ে এই ম্যাচে ভালো খেলতে পারি। আগামীকাল ভালো খেলতে মুখিয়ে আছি। ক্রীড়াঙ্গন/আবির SHARES খেলাধুলা বিষয়: