ফেসবুক পেজে পণ্য বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৫

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২২

 

ই-কমার্সে (অনলাইন) প্রতারণার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর পুলিশ বলছে, তারা সামাজিক মাধ্যম ফেসবুকে পেজ খুলে ভালো মানের পণ্য সরবরাহের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে প্রচারণা করে বিভিন্ন প্রতারণা করত।

সোমবার (১৮ এপ্রিল) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব বিষয়ে জানান গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাজীব আল মাসুদ।

এর আগে রবিবার (১৭ এপ্রিল) রাতে হাজারীবাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- বাপ্পি হাসান (২৪), আরিফুল ওরফে হারিসুল (১৯), সোহাগ হোসেন (২২), বিপ্লব শেখ (২৫) ও নুর মোহাম্মদ (২৮)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ব্যবহার অযোগ্য ও অতি নিম্নমানের পুরাতন ছেড়া শাড়ি, লেহেঙ্গা, থ্রি পিসসহ বিভিন্ন পণ্য-সামগ্রী উদ্ধার করা হয়।

ডিসি রাজীব আল মাসুদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মো. বাপ্পি হাসান ও মো. আরিফুল ওরফে হারিসুল স্বীকার করেছে, তারা দুইটি ডিভাইসের মাধ্যমে ও একটি ল্যাপটপের মাধ্যমে পেইজগুলোতে ভালো মানের শাড়ি, লেহেঙ্গা, থ্রি পিচ ও বিভিন্ন মূল্যবান পণ্য-সামগ্রীর অর্ডার নিয়ে তারা ব্যবহারের অযোগ্য ও অতি নিম্নমানের পুরাতন ছেড়া শাড়ি, লেহেঙ্গা, থ্রি পিসসহ বিভিন্ন পণ্য-সামগ্রী এস এ পরিবহন অ্যালিফ্যান্ট রোড শাখায় কন্ডিশনের মাধ্যমে বুকিং করে অনলাইনে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছিল।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তারা বলছে, তাদের সহযোগী পলাতক আসামি শাহজালাল ওরফে জালাল, মাজহারুল মন্ডল, শরিফুল শেখদের সঙ্গে পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে অনলাইনে ফেসবুকে পেজ খুলে প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাৎ করে আসছিল।

রাজীব আল মাসুদ বলেন, তারা একটি পেজ কিছুদিন ব্যবহার করার পর গ্রাহকরা প্রতারিত হওয়ার ফলে বিভিন্ন বাজে কমেন্ট করায় তারা পরে নতুন পেজ খুলে একইভাবে প্রতারণা করত। তারা এস এ পরিবহনের বুকিং ম্যান ও লেবারদের মাধ্যমে প্রতিটি বুকিংয়ে অতিরিক্ত টাকার বিনিময়ে নিয়ম বর্হিভূতভাবে বুকিং করত।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সিলেট/আবির