ফরিদপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু Administrator Administrator প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, মে ৯, ২০২০ ফরিদপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৩টার দিকে ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের পাল ডাঙ্গী ও সিঅ্যান্ডবি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ডিক্রিরচর ইউনিয়নের আমিন সিকদারের ডাঙ্গী গ্রামের কামাল ব্যাপারীর ছেলে ট্রাকচালক সুজন ব্যাপারী (২৮), একই গ্রামের মোহাম্মদ খাঁর ছেলে অটোবাইকচালক বাবু খা (৫০) ও পাল ডাঙ্গী গ্রামের জয়নাল মোল্লার ছেলে যুবলীগ কর্মী রিপন মোল্লা (২৭)। সিঅ্যান্ডবি ঘাট এলাকায় বজ্রপাতে আহত হন ট্রাকচালক সুজন ব্যাপারি। তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। SHARES সারা দেশ বিষয়: