প্রাক-প্রাথমিকে ক্লাস শুরু ১৫ মার্চ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২২ করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর আগামী ১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ক্লাস শুরু হচ্ছে । বুধবার (৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপির সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্তে জানানো হয়, প্রাথমিকভাবে সপ্তাহে দুইদিন (রবি ও মঙ্গলবার) ক্লাস হবে। সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। করোনা মহামারির কারণে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর গত ২ মার্চ প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস পুরোদমে শুরু হয়েছে । শিক্ষাঙ্গন/আবির SHARES শিক্ষাঙ্গন বিষয়: