প্রবাসীরা দেশের উন্নয়নে কাজ করেঃ আর্থিক সহায়তা অনুষ্টানে ডক্টর সামছুল হক চৌধুরী The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩ স্টাফ রিপোর্টারঃ গত ১৮ই অক্টোবর ২০২৩ ইং দিরাই উপজেলার জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে যুক্তরাজ্য দিরাই থানা ডেভেলাপমেন্ট অর্গেনাইজেশন ইউকের উদোগে দিরাইয়ের ভাটিপাড়া ইউনিয়নের ১0 জন নির্মান শ্রমিক সিলেটের নাজির বাজার এলাকায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় নিহত দিরাই উপজেলার ১০ নির্মাণ শ্রমিক ও নৌকা ডুবে উপজেলার জারলিয়া গ্রামের নিখোঁজ ১ জনের পরিবারকে গবাদি পশু (গাভী গরু) ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়। এরমধ্যে তিন পরিবারকে নগদ ৭০ হাজার করে টাকা ও ৮ পরিবারকে ১টি করে গবাদিপশুর পাশাপাশি নগদ ৪০ হাজার করে টাকা সহায়তা দেয়া হয়। এই মহতি আয়োজনে অংশ নেন, সর্বজনাব দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, সাবেক সাধারণ সম্পাদক নৌকার মনোনয়ন প্রত্যাশী ডক্টর সামছুল হক চৌধুরী, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, ওসি কাজী মোক্তাদির হোসেন, সেকেন্ড অফিসার সাত্তার, সংগঠনের সভাপতি মো. সেলিম সরদার,য়ারম্যান পরিতোষ রায়, হুমায়ুন রশীদ লাভলু, লিটন চন্দ্র দাস, বদরুল আলম চৌধুরী মিফতাহ, শৈলেন্দ্র তালুকদার, আলী আহমদ, জহিরুল ইসলাম জুয়েল প্রমুখ। সুনামগঞ্জ-২, দিরাই-শাল্লা আসনের গনমানুষের আশা আশাঙ্খার প্রতীক, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র অত্যন্ত বিশ্বস্ত সৎ রাজনীতিবীদ, অত্র সংঘটনের সাবেক সাধারন সম্পাদক, বিশিষ্ট সমাজ-সেবক নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সাবেক সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা ডক্টর সামছুল হক চৌধুরী। ডক্টর সামছুল হক চৌধুরী বলেন-বর্তমান সরকার প্রবাসী বান্ধব সরকার, প্রবাসীদের কল্যানে কাজ করে যাচ্ছেন। প্রবাসীরা কষ্টার্জিত যে অর্থ দেশে পাঠাচ্ছেন তাকে রেমিট্যান্স বলা হয়। সেই রেমিট্যান্স সমাজ ও দেশের জন্য ব্যয় করা হয়। সুতরাং বলার অপেক্ষা রাখে না যে, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে দেশের উন্নতি হচ্ছে। বাংলাদেশ ব্যাংক প্রতি বছর হাজার কোটি ডলারের বেশি বৈদেশিক মুদ্রা গুণছে প্রবাসীদের কল্যাণে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সেই আমাদের অর্থনীতির চাকা বেগবান হয়। আমরা সমৃদ্ধির পথে এগোচ্ছি।সবকিছুর পরেও ঐ প্রবাসীরাই আমাদের দেশের সম্পদ, রেমিট্যান্স যোদ্ধা, আমাদের অহংকার ও গৌরবের প্রতীক। SHARES প্রচ্ছদ বিষয়: