প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন ইইউর ২৮ রাষ্ট্রদূত

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪

আগামী ৯ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর রাষ্ট্রদূতরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম।

তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউর ২৭ দেশের রাষ্ট্রদূত (২০ অনাবাসী রাষ্ট্রদূতসহ) ও ইইউর মিশন প্রধানসহ মোট ২৮ জন সমবেতভাবে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

 জাতীয়/আবির