প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মার্কিন প্রতিনিধি দল

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৩

 

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধি দলের তিন সদস্য। আজ শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে কার্যালয়টি পরিদর্শনে যান তারা।

মার্কিন প্রতিনিধি দলে ছিলেন–ইশা গুপ্তা, ড্যানিয়ে মারকেই ও জিওফ্রে ম্যাকডোনাল্ড। তাদের ফুল দিয়ে স্বাগত জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এনাম আহমেদ চৌধুরী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ ও উপদপ্তর সম্পাদক সায়েম খান।

এর আগে, গত সোমবার দুপুরে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে নেতৃত্ব দেন। পরে, গত বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা। একই দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গেও বৈঠক করেন তারা।

মার্কিন যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে প্রতিনিধি দলটি গত ৭ অক্টোবর ঢাকায় আসে। প্রতিনিধি দলটির আজ ঢাকা ছাড়ার কথা রয়েছে।

জাতীয়/আবির