পুলিশের সঙ্গে সংঘর্ষে রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থী নিহত The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৪ রাজধানীর ধানমন্ডিতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম ফারহান ফাইয়াজ (১৭)। বৃহস্পতিবার (১৮ জুলাই) এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিটি হাসপাতালের সহকারী ব্যবস্থাপক ওসমান গণি। তিনি বলেন, ফারহানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এখন পর্যন্ত অন্তত ২০০ জন আহত হয়ে এই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের বেশিরভাগই শিক্ষার্থী। এখনো আহতরা হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ নম্বর সড়ক অবরোধ করলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সেই সময় যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে পুলিশ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সারাদেশ/আবির SHARES শিক্ষাঙ্গন বিষয়: