পরীক্ষার হলে ছাত্রলীগ নেতার ফেসবুক লাইভ, কমিটি বিলুপ্ত

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২২

 

ঝিনাইদহে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা চলাকালে ফেসবুকে লাইভ দেওয়ার ঘটনার পর কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার দুপুরে দৈনিক যুগান্তরের অনলাইনে ভিডিওসহ এক‌টি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কালীগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এদিকে পরীক্ষার হলে ফেসবুকে লাইভ দেওয়ার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ইনচার্জ মাহাবুব উল ইসলাম।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার জানান, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এটি করতে পারে না। তিনি বিষয়টি জেনেছেন এবং সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবেন বলেও জানান।

রাজনীতি/আবির