মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তার শেষ প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির সাবেক কর্মকর্তা জামাল সিমন্স। তিনি বাইডেনকে পদত্যাগ করে কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দিতে অনুরোধ করেছেন, এমনকি তা সাময়িক হলেও। খবর এনডিটিভির।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সিমন্স লিখেছেন, “জো বাইডেন অসাধারণ প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তিনি চাইলে তার শেষ প্রতিশ্রুতি পূরণ করতে পারেন। আর তা হলো নিজে পদত্যাগ করে কমলাকে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দেওয়া।”
রোববার (১০ নভেম্বর) সিএনএনের টক শো ‘সিচুয়েশন রুম’-এ সিমন্স বলেন, "জো বাইডেন একজন অসাধারণ প্রেসিডেন্ট এবং তার অনেক প্রতিশ্রুতি পূরণ করেছেন। তবে একটি প্রতিশ্রুতি এখনো বাকি রয়েছে, যা তিনি চাইলে পূরণ করতে পারেন। আগামী ৩০ দিনের মধ্যে তিনি পদত্যাগ করলে কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন।”
তিনি আরও বলেন, “এটি মার্কিন রাজনীতির চেহারা পাল্টে দেবে এবং কমলার জন্য পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সহজ হবে। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় পরিবর্তন আনবে, যা ডেমোক্র্যাটদের নতুনভাবে চমক সৃষ্টি করতে সহায়তা করবে।”
সিমন্স বলেন, "এটি জো বাইডেনের নিয়ন্ত্রণে রয়েছে। যদি তিনি তা করেন, তবে তার প্রতিশ্রুতি রক্ষা হবে এবং কমলা যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে নাম লেখাবেন। এর ফলে ট্রাম্পকে নতুন করে পরিকল্পনা সাজাতে হবে এবং কমলার জন্য পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন সহজ হবে।”
উল্লেখ্য, ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান ৬০ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
আন্তর্জাতিক/আবির
প্রধান সম্পাদকঃ আজিজুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশকঃ আনোয়ারুল হক রুবেল
বার্তা সম্পাদকঃ সুজন আহমদ