নেপালে বিধ্বস্ত বিমানের সবার মৃতদেহ উদ্ধার The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, মে ৩১, ২০২২ হিমালয়ে বিধ্বস্ত বিমানের ২২ আরোহীর সকলের মৃতদেহ উদ্ধার করেছে নেপালের উদ্ধারকারীরা। সিভিল এভিয়েশন অথরিটির পক্ষ থেকে মঙ্গলবার (৩১ মে) একথা জানানো হয়। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সিভিল এভিয়েশন অথরিটির মুখপাত্র দিও চন্দ্র লাল কর্ন বলেন, ‘সব মৃত দেহ পাওয়া গেছে। এখন লাশ শনাক্তকরণ প্রক্রিয়া শুরু হবে।’ নেপালি তারা এয়ার পরিচালিত টুইন অটার বিমানটি রবিবার সকালে নেপালের পশ্চিমাঞ্চলীয় পোখরা থেকে জোমসোমের উদ্দেশ্যে উড্ডয়নের পরপরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একদিন পর সাড়ে ১৪ হাজার ফুট উঁচু পাহাড়ের পাশে বিমানটির ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ পাওয়া যায়। পরে লাশগুলো উদ্ধার করা হয়। বিমানটিতে ৪ জন ভারতীয়, ২ জন জার্মান এবং ১৬ জন নেপালি আরোহী ছিলেন। সিলেট/আবির SHARES আন্তর্জাতিক বিষয়: