নেত্রকোনা-৪ আসনের (মোহনগঞ্জ-খালীয়াজুরী-মদন) উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাজ্জাদুল হাসান।
সোমবার (৩১ জুলাই) বিকালে রিটার্নিং অফিসার ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন অফিসার মো. বেলায়েত হোসেন চৌধুরী নেত্রকোনা জেলা নির্বাচন অফিসে এ ঘোষণা দেন।
সাজ্জাদুল হাসান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব। বর্তমানে তিনি আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য।
জানা যায়, নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান ছাড়া আর কোনো প্রার্থী নির্ধারিত সময়ে মনোনয়নপত্র দাখিল করেনি। সেই হিসাবে সাজ্জাদুল হাসানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
গত ১১ জুলাই এই আসনের সংসদ সদস্য রেবেকা মমিন মারা যাওয়ায় ১৫ জুলাই নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করে।
রাজনীতি/আবির
প্রধান সম্পাদকঃ আজিজুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশকঃ আনোয়ারুল হক রুবেল
বার্তা সম্পাদকঃ সুজন আহমদ