নেত্রকোণা-৪ আসনের এমপি রেবেকা মমিনের মৃত্যু The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৩ নেত্রকোনা-৪ আসনের টানা ৩ বারের মাননীয় সংসদ সদস্য বেগম রেবেকা মমিন এমপি বার্ধক্যজনিত কারণে আজ ভোর ৪:৩০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার ও সরকারের সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মমিন তালুকদার এমপি’র স্ত্রী। রেবেকা মমিনের গ্রামের বাড়ি মোহনগঞ্জ পৌর শহরের কাজিয়াহাটিতে। তিনি এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। রেবেকা মমিন ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য প্রয়াত খাদ্যমন্ত্রী আবদুল মমিনের স্ত্রী। ষাটের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি হিসেবে রাজনীতি শুরু করেন রেবেকা। তারপর বিভিন্ন সময়ে দলের পদে ছিলেন। নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রেবেকা। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর টানা তিনবার ওই আসন থেকে নির্বাচিত হন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন। রেবেকা মমিন দুই বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গৃহহীন ও ভূমিহীনদের নিয়ে আদর্শ গ্রাম গড়ে তোলার জন্য মোহনগঞ্জের কাজিয়াহাটি মৌজায় পারিবারিক সম্পত্তি থেকে ১ একর ৬৪ শতক জমি দান করেন। রেবেকা মমিন ব্যক্তিগত জীবনে খুব সৎ ও আদর্শিক মানুষ ছিলেন। তিনি খুব সাদামাটা জীবন যাপন করতেন। তাঁর পরিবার স্কুল, কলেজ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সাবরেজিস্ট্রি অফিস, বাজার, মসজিদ ও রেললাইন নির্মাণের জন্য ইতিপূর্বেও শত শত কোটি টাকার সম্পত্তি বিনা শর্তে দান করেছে। সারাদেশ/আবির SHARES জাতীয় বিষয়: