দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়া হবে যুক্তরাষ্ট্রে

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২২

 

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ৫০ বছরের ঊর্ধ্বে সবাইকে দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এবং সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই সিদ্ধান্ত জানিয়েছে। প্রথম বুস্টার ডোজ নেওয়ার অন্তত চার মাস পর এ ডোজ নিতে হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।

এফডিএ এর গবেষণার পরিচালক ডা. পিটার মার্কস এক বিবৃতিতে জানান, গবেষণা ও বিশ্লেষণের ওপর ভিত্তি করে দেখা গেছে যে, ফাইজার-বায়োএনটেক অথবা মডার্নার দ্বিতীয় বুস্টার ডোজ নিলে ভাইরাসটি মোকাবিলায় প্রত্যেকের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফলে উচ্চ ঝুঁকি কমে যায়।

এরপর সিডিসি কয়েক ঘণ্টার মধ্যে এতে স্বাক্ষর করে। এফডিএ কর্তৃপক্ষ বলছে, দ্বিতীয় বুস্টার ডোজ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় তবে এটি নতুন উদ্বেগের সঙ্গে সম্পর্কিত নয়।

সিডিসির পরিচালক ড. রচেল ওয়ালেনস্কি এক বিবৃতিতে জানান, যাদের বয়স ৫০ কিংবা ৬৫ বছরের ঊর্ধ্বে, যারা উচ্চ ঝুঁকিতে রয়েছেন তাদের জন্য আরেকটি বুস্টার ডোজ খুব উপকারী।

আন্তর্জাতিক/আবির