দেশে করোনার ভয়াল থাবা, একদিনে শনাক্ত ১১৩৫ জন

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জুন ২২, ২০২২

 

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ১৩৪ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১৩৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৯ হাজার ২০৯ জনে।
বুধবার বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়। তখন মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৯ হাজার ১৩৩ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হন ৮৭৪ জন। তখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জনে।

অধিদফতর জানিয়েছিল, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হন ৮৪ জন। তখন পর্যন্ত সুস্থ হন ১৯ লাখ ৫ হাজার ৯৮৩ জন।

সিলেট/আবির