বিশ্বের দূষিত শহরের তালিকায় ২ নম্বরে অবস্থান করছে ঢাকা।
শনিবার (১৭ ডিসেম্বর) সকালে আটটা ৪৭ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৩৮। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
তালিকার ৩ নম্বরে আছে পাকিস্তানের আরেকটি শহর করাচি। ওই শহরের স্কোর ২১৮। অন্যদিকে, লাহোরের স্কোর ২৬৪।
১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। অন্যদিকে ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। যা বাসিন্দাদের জন্য ‘গুরুতর স্বাস্থ্য ঝুঁকি’ তৈরি করে।
জাতীয়/আবির
প্রধান সম্পাদকঃ আজিজুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশকঃ আনোয়ারুল হক রুবেল
বার্তা সম্পাদকঃ সুজন আহমদ