দিল্লিতে শেখ হাসিনার বাসভবনে বহু স্তরের নিরাপত্তা

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৪

 

ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর তাকে বহুস্তুরের নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। দিল্লির ইন্ডিয়া গেট এবং খান মার্কেটের কাছে লুটেনস বাংলো জোনের যে বাড়িটিতে তাকে রাখা হয়েছে সেটি ছিল ভারতীয় গোয়েন্দা ব্যুরোর (আইবি) সেফহাউস। শুক্রবার হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ থেকে পালিয়ে আসার পর শেখ হাসিনা দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের কাছে হিন্ডন বিমানঘাঁটিতে নামেন। সেখানে তিনি দুদিন অবস্থান করেন। পরে তাকে লোধি গার্ডেনের লুটেনস বাংলো জোনে তার মর্যাদা অনুসারে থাকার জন্য বেশ বড়সড় বাংলো দেওয়া হয়। সাধারণত এ ধরনের বাংলো ভারতের মন্ত্রী, পার্লামেন্ট সদস্য ও শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়।

হিন্দুস্তান টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, শেখ হাসিনার নতুন বাসভবনটি একটি গোয়েন্দা ব্যুরো (আইবি) সেফহাউস ছিল। তবে হাসিনার জীবনের ওপর হুমকি রয়েছে উল্লেখ করে তার সঠিক অবস্থান প্রকাশ না করতে নির্দেশনা দেওয়া হয় কর্মকর্তাদের।

এক কর্মকর্তা জানিয়েছেন, দিল্লিতে এ ধরনের তিনটি সেফ হাউস রয়েছে। এগুলোর অভ্যন্তরীণ ও বাইরের নিরাপত্তার দায়িত্বে থাকেন কেন্দ্রীয় সংস্থার কর্মকর্তারা। সন্দেহজনক কার্যকলাপ এবং লোকজনের উপর নজরদারি রাখতে দিল্লি পুলিশের কমান্ডো ইউনিটের ‘পর্যবেক্ষক এবং স্পটার’ সেফ হাউসের চারপাশে মোতায়েন করা হয়।

আন্তর্জাতিক/আবির