দিলরুবা এখন সিলেট বইমেলায় The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৩ পারভেজ হুসেন তালুকদার: সিলেটের সুপরিচিত তরুণ ছড়াকার নাঈমুল ইসলাম গুলজারের কবিতার বই “দিলরুবা” পাওয়া যাচ্ছে পাপড়ির স্টলে। শুভ্র আবিরের প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে সিলেটের সুনামধন্য জাতীয় অঙ্গনের সৃজনশীল প্রকাশনা সংস্থা পাপড়ি প্রকাশ। প্রকাশের আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত ছিল দিলরুবা, যা মূলত প্রেমের কবিতা। এর আগে প্রকাশ হয় নাঈমুল ইসলাম গুলজারের ছড়ার বই ঘুমপাড়ানি মাসি পিসি, তিনি এই বইটির জন্যই পাপড়ি-করামত আলী পান্ডুলিপি পুরস্কার-২০২০ পান। সিলেট/আবির SHARES সারা দেশ বিষয়: