প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৮:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২১, ৯:০০ পূর্বাহ্ণ
দিরাই-শাল্লাসহ দেশবাসীকে ড.সামছুল হক চৌধুরী ঈদ শুভেচ্ছা
নিউজ ডেস্কঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিরাই-শাল্লাসহ সমগ্র মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগের কার্যকরী-সভাপতি, বিশিষ্ট শিক্ষাবীদ ও সমাজসেবক ডক্টর মোঃ সামছুল হক চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় ড. সামছুল হক চৌধুরী বলেন, এবার সম্পূর্ণ ব্যতিক্রমীভাবে ঈদ উৎসব পালন করেছে বাংলাদেশ তথা পুরো বিশ্বের মুসলিম। করোনা ভাইরাসের মহামারির কারণে পুরো বিশ্ব আজ স্থবির।
করোনার এই কঠিন সময়ে পরিবারের সঙ্গে বাসাতেই সময় কাটছে বেশিভাগ মানুষের। ঈদে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ নেই, তাই এবারের ঈদকে স্মরণীয় করে রাখার পরামর্শ তার, ‘অবশ্যই এখন সবাই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। ঈদের সময়টা সবাই আরও উপভোগ করুন। এখন যে সময়টা যাচ্ছে, এটা সবার স্মরণীয় হয়ে থাকা দরকার।’
সবার আনন্দময় ঈদের প্রত্যাশা আওয়ামীলীগ নেতা ড. সামছুল হক চৌধুরী আশা করে বলেন সবাই হাসিখুশি মনে ঈদ উপভোগ করবেন। অবশ্যই আমরা সবাই মহান আল্লাহর নিকট প্রার্থনা করব যেন, আমরা সবাই এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারি। আশা করছি দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে। পবিত্র ঈদ যেন আমাদের জন্য সুখের বার্তা নিয়ে আসে।
সবাইকে আবার ও ঈদ মোবারক
প্রধান সম্পাদকঃ আজিজুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশকঃ আনোয়ারুল হক রুবেল
বার্তা সম্পাদকঃ সুজন আহমদ
Copyright © 2024 The Daily Sylhet. All rights reserved.