দক্ষিণ সুরমায় মাজারের দানবক্স ভেঙে টাকা লুট The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জুন ৩, ২০২৪ সিলেট দক্ষিণ সুরমার সাতমাইল বেতসন্দি ফকিরের গাঁও শাহ আব্দুর রহিম (র.) মাজারের দুটি দানবক্স ভেঙ্গে প্রায় লক্ষাধিক টাকা লুট করা হয়েছে। মাজারটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ফকিরের গাঁও গ্রামে অবস্থিত। রোববার (২জুন) বিকালে প্রায় একদল লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মাজারের দানবক্স ভেঙ্গে টাকা নিয়ে যায়। এ ঘটনায় মাজারের খাদেম নিজাম উদ্দিন বাদি হয়ে ২৪ জনের নামে রাতে দক্ষিণ সুরমা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। মাজারের দানবক্স ভাংচুর করে টাকা লুটপাটের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে পুলিশের উপস্থিতি লক্ষ করা গেলেও পুলিশের ভূমিকা ছিল অনেকটা নীরব। দানবক্স ভেঙে টাকা লুটপাটের এমন ভিডিও ফেসবুকে ভাইরাল হলেও ওসি বলছেন টাকা নিতে পারেনি। দীর্ঘদিন ধরে বেতসন্দি ফকিরের গাঁও গ্রামের বাসিন্দা মাজারের বর্তমান খাদেম নিজাম উদ্দিন ও প্রতিপক্ষ একই গ্রামের মশাহিদ, আব্দুস শহীদ এবং আরজুমন্দ আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। নিজাম উদ্দিনের প্রতিপক্ষের লোকজন মাজারের অনেক টাকা লুটপাট করার অভিযোগ থাকায় তাদেরকে বাদ দিয়ে গ্রামবাসী নিজাম উদ্দিনকে খাদেমের দায়িত্ব প্রদান করেন। ফলে নিজাম উদ্দিন প্রতিদিন মাজারের দুটি দানবক্সের তালা খুলে টাকা নিজের সংগ্রহে নিয়ে যান। এনিয়ে থানা ও জনপ্রতিনিধিদের সাথে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। আদালতে উভয় পক্ষের পাল্টাপল্টি একাধিক মামলাও চলমান রয়েছে। কিন্তু হঠাৎ করে রোববার বিকেলে প্রতিপক্ষ মশাহিদ, আব্দুস শহীদ এবং আরজুমন্দ আলীসহ বেশ কয়েকজন লোক মাজারের দানবক্স ভেঙে টাকা লুটপাট করে নিয়ে যান বলে মামলার এজাহারে উল্লেখ করেন নিজাম উদ্দিন। এব্যাপারে জানতে চাইলে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে প্রতিপক্ষের লোকজন টাকা নিতে পারেনি। তবে অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। সিলেট/আবির SHARES সারা দেশ বিষয়: