দক্ষিণ আফ্রিকা সফরে নিজের এবং দলের লক্ষ্যের কথা জানালেন তাসকিন

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২২

গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে জয় পাওয়াটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন। সেই দলটিতে ছিলেন না সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরা। এমন জয়ে স্বাভাবিকভাবেই টাইগারদের মনে আত্মবিশ্বাস জন্মেছে যে, সেরাটা দিতে পারলে বিদেশের মাটিতেও যেকোনো দলকে হারানো সম্ভব।

সামনেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও একটি কঠিন সিরিজ। সেই উপলক্ষে আগামীকাল শুক্রবার দেশটির উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। তার আগে আজ বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের কাছে তাসকিন আহমেদ শুনিয়ে গেলেন আশার কথা।

বর্তমানে বাংলাদেশ দলের টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে অটোচয়েজ এই পেসার। অনেকের মতে, দলের সেরা পেস তারকাও। তাইতো আসন্ন সিরিজে তাসকিনের ওপর অনেক গুরু দায়িত্ব থাকবে। তিনি বিশ্বাস করেন, নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে দক্ষিণ আফ্রিকার মতো কঠিন কন্ডিশনেও তাদেরকে হারানো সম্ভব। সাম্প্রতিক পারফরম্যান্সেই আত্মবিশ্বাস।

সফরটি চ্যালেঞ্জিং হবে জানিয়ে তাসকিন আহমেদ বলেন, ‘চ্যালেঞ্জিং তো হবেই, নিউজিল্যান্ড সফরও এমন ছিল। মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মিরাজ ও আফিফ যেভাবে ম্যাচ জেতালো। এমন ম্যাচগুলো জিতলে আত্মবিশ্বাস বেড়ে যায়। সেরা ক্রিকেট খেললে দক্ষিণ আফ্রিকায়ও জেতা সম্ভব।’

উইকেট ও কন্ডিশন নিয়ে তিনি বলেন, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে সঠিক স্পোর্টিং উইকেট থাকে। সেখানে বোলার-ব্যাটার উভয়েরই ভালো সুযোগ থাকে। চ্যালেঞ্জ আরও বেশি, বাউন্স থাকে, সুন্দরভাবে ক্যারি করে, লাইন-লেন্থে বল না করতে পারলে আবার রান লিক হওয়ার সম্ভাবনা থাকে। সুবিধাও আছে। আরও বেশি নিখুঁত হতে হবে।’

নিজের পারফরম্যান্সে বাংলাদেশকে একটি ম্যাচ হলেও জেতাতে চান জানিয়ে এই পেসার বলেন, ‘নিজের সেরাটা দিতে চাই। খুব ইচ্ছা, ম্যাচ জেতানোতে যেন আমার ভূমিকা থাকে। অথবা আমি একটা ম্যাচ জেতাতে পারি, ভালো কিছু করতে পারি। এটাই লক্ষ্য।’

খেলা/আবির