থিয়েটার মুরারিচাঁদের নয়া কমিটির সভাপতি কামরুল, সম্পাদক সায়মা The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৪ সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাংস্কৃতিক সংগঠন থিয়েটার মুরারিচাঁদের করা হয়েছে। কামরুল ইসলামকে সভাপতি এবং সায়মা জাহানকে সাধারণ সম্পাদক, মাহফুজুল হক (অনিক প্রধান) সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট থিয়েটার মুরারিচাঁদ এর মনোনীত নতুন কার্যকরী পরিষদ (২০২৪-২৫) কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর), সংগঠনটির ১১তম বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক উৎসব শেষে নতুন এই কমিটির অনুমোদন দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। এর আগে কার্যকরী পরিষদ ও সাধারণ পরিষদের যৌথ সভায় সকলের মতামতের ভিত্তিতে থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সম্মতিতে নতুন কমিটির সদস্যদের নাম সুপারিশ করা হয়। এক বছর মেয়াদী কার্যকরী পরিষদের অন্যান্যরা হলেন, সহ-সভাপতি প্রতিক সিংহ, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরভ তালুকদার, অনুষ্ঠান সম্পাদক অর্চিতা অর্পা, অর্থ সম্পাদক অপি ভট্টাচার্য, দপ্তর সম্পাদক সম্পা দেবনাথ, প্রচার সম্পাদক আবিদা আক্তার, সদস্য শতাব্দী দেব উর্মী, সদস্য আয়ান হুসাইন। সিলেট সংবাদ SHARES সারা দেশ বিষয়: