থাইল্যান্ডের ইতিহাসে তরুণ প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৪ থাইল্যান্ডের আইনপ্রণেতারা ধনকুবের ও সাবেক দেশপ্রধান থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্নকে (বয়স ৩৭ বছর) তাদের দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) এই তথ্য জানিয়েছে বিবিসি ও এএফপি। পেতংতার্নের নিয়োগের মাধ্যমে থাইল্যান্ডের বিতর্কিত ও প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারের তৃতীয় সদস্য দেশের শাসনভার পেলেন। পেতংতার্ন দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে তার ফুফুও দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। থাইল্যান্ডের সাংবিধানিক আদালত আগের প্রধানমন্ত্রী শ্রেত্থা থাভিসিনকে বরখাস্ত করার পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে বাধ্য হয় দেশটির পার্লামেন্ট। আন্তর্জাতিক/আবির SHARES আন্তর্জাতিক বিষয়: