সিলেটের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদ্দীপ্ত সিলেট-এর ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে ‘তারুণ্যের সঙ্গে ইফতার ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ এপ্রিল), নগরীর একটি অভিজাত হোটেলে সংগঠনটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মাহির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, ‘সিলেটের তরুণরা সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছে। যা সারাদেশের তরুণদের জন্য অনুকরণীয়। আমরা প্রত্যাশা করি উদ্দীপ্ত সিলেট তার ৭ম বর্ষে পদার্পণের মধ্য দিয়ে আরও মানবিক কাজে নিজে সম্পৃক্ত করবে।’
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট মহানগরের সাধারণ সম্পাদক ও ‘শিক্ষার্থীদের পাশে সারা বাংলা’ সংগঠনের সভাপতি রাশেদ নেওয়াজ, মোহনা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শাহ রাকিবুল হাসান রাফি, ক্লিন সিটি সিলেটের সভাপতি নাজিব আহমদ অপু, তরুণ কবি জেনারুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভা এমসি কলেজের সভাপতি সুমন মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক চৌধুরী অমিত হাসান রকি, মুরারিচাঁদ কবিতা পরিষদের সাধারণ সম্পাদক মইনুল হাসান আবির, মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের সভাপতি মনসুরুজ্জামান শেখ ইমন, উদ্দীপ্ত সিলেটের বীর মোজাহিদ, সাব্বির হোসেন, আহমেদ জুয়েল প্রমুখ।
সিলেট/আবির
প্রধান সম্পাদকঃ আজিজুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশকঃ আনোয়ারুল হক রুবেল
বার্তা সম্পাদকঃ সুজন আহমদ