টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে সাঁতার কাটার সময় পানিতে ডুবে আলী হোসেন (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে কাজ করছে পুলিশ ও স্থানীয়রা।
শুক্রবার (১৮ অক্টোবর) বেলা ১২টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় তিনি নিখোঁজ হন।
নিখোঁজ পর্যটক জনতা ব্যাংক প্রধান কার্যালয়ে কর্মরত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গুয়ার হাওরে কয়েকজন দুপুরের দিকে হাউসবোট থেকে ছোট নৌকা দিয়ে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান। এসময় লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নামেন আলী হোসেন। তিনি সাঁতারের এক পর্যায়ে পানিতে ডুবে যান। এরপর থেকে তাকে পাওয়া যায়নি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এমন একটি খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সিলেট/আবির
প্রধান সম্পাদকঃ আজিজুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশকঃ আনোয়ারুল হক রুবেল
বার্তা সম্পাদকঃ সুজন আহমদ