ডারবানের কিংসমিডে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ একাদশে খেলছেন না দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তিনি পেটের পীড়ায় ভুগছেন বলে জানিয়েছেন অধিনায়ক মুমিনুল হক।
তামিমের জায়গায় খেলছেন সাদমান ইসলাম। তার সঙ্গে অপর ওপেনার মাহমুদুল হাসান জয়। হালকা ইনজুরি সমস্যা থাকায় একাদশে জায়গা হয়নি তরুণ পেসার শরিফুল ইসলামের। তিন পেসার ও এক স্পিনার নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের সঙ্গে অপর পেসার খালেদ আহমেদ।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকলেটন, কাইল ভেরেইনে (উইকেটকিপার), উইয়ান মুলডার, কেশাভ মহারাজ, সিমন হারমার, লিজ্জাড উইলিয়ামস ও ডুয়ান্নে অলিভিয়ার।
খেলা/আবির
প্রধান সম্পাদকঃ আজিজুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশকঃ আনোয়ারুল হক রুবেল
বার্তা সম্পাদকঃ সুজন আহমদ