জেনেসিস জিন্দাবাজার’র এইচ.এস.সি উত্তীর্ণ কৃতি সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠিত

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩

স্টাফ রিপোর্টার:
জেনেসিস জিন্দাবাজার কর্তৃক আয়োজিত আলিম, এইচ.এস.সি, সমমান উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়।

২৫ ফেব্রুয়ারি, শনিবার। দুপুর ৩:৩০ মিনিটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) এর শহীদ সুলেমান হক হলে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানটি শুরু হয়।

আব্দুল্লাহ আল মোনায়েম এর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জেনেসিস জিন্দাবাজার এর চেয়ারম্যান দেওয়ান মোস্তাক রাজা চৌধুরী।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, শাবিপ্রবির বাংলা বিভাগের অধ্যাপক ড. জফির উদ্দিন, সিলেট ইন্টার ন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব।

আরো উপস্থিত ছিলেন জেনেসিস’র ডাইরেক্টর জনাব জুম্মান আলী সানি, ম্যানেজিং ডাইরেক্টর জনাব মাহমুদুল হাসান ও মার্কেটিং অফিসার জনাব আব্দুল্লাহ আল মোনায়েম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।