জিপিএ-৫ না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা!

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৩

নেত্রকোনার কলমাকান্দায় এইচএসসি পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়ায় উর্ষিয়া সুলতানা (১৯) নামে এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার বিকালে উপজেলার রংছাতি ইউনিয়নের রংছাতি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত উর্ষিয়া ওই এলাকার মোবারক হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উর্ষিয়া রংছাতি দাখিল মাদ্রাসা থেকে মানবিক শাখায় এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৯০ পায়। পরে ২০২২ সালে সে কলমাকান্দা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। বুধবার ওই পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার সে আশা করেছিল জিপিএ-৫ পাবে। কিন্তু ফল প্রকাশিত হলে সে জানতে পারে জিপিএ ৩.৪২ পয়েন্ট পেয়েছে। এর পর থেকে সে কান্নাকাটি শুরু করে। পরে বুধবার বিকালে ঘরের একটি কক্ষে বিষপানে আত্মহত্যা করে সে।

কলমাকান্দা সরকারি কলেজের প্রভাষক রাজন সাহা রূপন বলেন, মেয়েটি যেহেতু ভালো ছাত্রী, সেহেতু বোর্ডে খাতা চ্যালেঞ্জের সুযোগ ছিল। কিন্তু কিছু না বুঝেই সে এমন ঘটনা ঘটিয়ে ফেলল। বিষয়টি খুবই হৃদয়বিদারক। এমন ঘটনা যেন আর কারও ক্ষেত্রে না ঘটে।

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়ায় সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সারাদেশ/আবির