সিলেটের জকিগঞ্জে আম কুড়াতে গিয়ে ডুবার পানিতে ডুবে ২ বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ মে) সকাল ১০টায় উপজেলার সুলতানাপুর ইউনিয়নের গেছুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই বোন হলেন- সুলতানাপুর ইউনিয়নের গেছুয়া গ্রামের গৌঁস উদ্দিনের মেয়ে ইভা (৭) ও ইকরাম উদ্দিনের মেয়ে শুভা (৮)। তারা সম্পর্কে চাচাতো বোন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে একটি আম গাছ থেকে আম কুড়াতে এক সঙ্গে তিন বোন যায়। এসময় ইভা ও শুভা আম কুড়াতে গিয়ে ডুবার পানিতে পড়ে ডুবে যায়। পরে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জাবেদ মাসুদ।
সিলেট/আবির
প্রধান সম্পাদকঃ আজিজুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশকঃ আনোয়ারুল হক রুবেল
বার্তা সম্পাদকঃ সুজন আহমদ