বন্যা কবলিত হয়ে ছয় দিন বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার সকাল থেকে বিমান চলাচল শুরু হয়েছে।
বিমানবন্দরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এদিন সকাল থেকে অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চলাচল শুরু করেছে। দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে ম্যানচেস্টারের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট বিমানবন্দর ছেড়ে গেছে।
রানওয়েতে বন্যার পানি চলে আসায় গত ১৭ জুন বিকেল থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। পরিবর্তন করা হয় লন্ডন ফ্লাইটের শিডিউল। দু’দিন পর রানওয়ের পানি নেমে গেলেও এপ্রোচ লাইট তলিয়ে থাকায় বিমানবন্দর চালু করা সম্ভব হয়নি।
সিলেট/আবির
প্রধান সম্পাদকঃ আজিজুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশকঃ আনোয়ারুল হক রুবেল
বার্তা সম্পাদকঃ সুজন আহমদ