ছয়দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২২ ছয়দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার (১১ মার্চ) বাসায় ফেরেন তিনি। শনিবার (১২ মার্চ) আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ বাচ্চু মিয়া গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘স্যার শুক্রবার জুমার নামাজের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বনানীর বাসায় আসেন। সোমবার (১৪ মার্চ) তিনি সিলেটে যাবেন। নিজ এলাকার মানুষের সঙ্গে দেখা করে আবার ঢাকায় ফিরবেন তিনি।’ সিলেটে নিজ জন্মভূমিতে যাওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে আছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ‘বাসায় ফিরলেও এখনও শক্ত কোনো খাবার খেতে পারছেন না সাবেক অর্থমন্ত্রী মুহিত। চিবিয়ে ফেলে দিচ্ছেন। তার লিভারে সমস্যা দেখা দিয়েছে। খাবারের প্রতি রুচি না থাকায় ৮৮ বছর বয়সী মুহিত শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছেন। লিভারের সমস্যা নিরসনে এখন অপারেশন করার মতো শারীরিক পরিস্থিতিও নেই। এর আগে গত ৫ মার্চ রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি করা হয় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিলেট/আবির SHARES সারা দেশ বিষয়: