চালু হলো মোবাইল ইন্টারনেট সেবা, ৫ জিবি বোনাস The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৪ অবশেষে দেশে চালু হলো মোবাইল ইন্টানেট। আজ বিকাল ৩টা থেকে ফোরজি সেবা চালু হয়েছে। এর আগে আজ রবিবার সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছিলেন, আজ বিকাল ৩টা থেকে ফোরজি সেবা চালু হবে। পরবর্তীতে ৫জি সেবাও চালু করা হবে। তিনি বলেন, সম্প্রতি মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকই এই সুবিধা পাবেন। উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৮ জুলাই সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওইদিন রাত ৯টার দিকে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। গত ২৩ জুলাই রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। আর আজ চালু হলো মোবাইল ইন্টারনেট সেবা। তথ্য ও প্রযুক্তি/আবির SHARES তথ্য প্রযুক্তি বিষয়: