সাদমান ইসলাম অনিক, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩১৬ রান।
তৃতীয় দিনের খেলা শেষে এখনও পাকিস্তানের চেয়ে ১৩২ রানে পিছিয়ে রয়েছে টাইগাররা। আগামীকাল চতুর্থ দিনে ফের ব্যাটিংয়ে নামবেন ৫৫ ও ৫২ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে মোহাম্মদ রিজোয়ান (১৭১) ও সৌদ শাকিলের (১৪১) জোড়া সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৪৪৮ রান করে প্রথম ইনিংষ ঘোষণা করে।
জবাবে ব্যাট করতে নেমে গতকাল বৃহস্পতিবার শেষ বিকেলে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান করেন দুই ওপেনার সাদমান ইসলাম অনিক ও জাকির হাসান।
আজ শুক্রবার তৃতীয় দিনের শুরুতেই উইকেট হারান জাকির হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তারা দুইজন নামের সঙ্গে সুবিচার করতে পারেননি।
তবে দুর্দান্ত ক্রিকেট খেলেও মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেন ওপেনার সাদমান ইসলাম অনিক। তিনি ১৮৩ বল খেলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৯৩ রান করেন। ৭৬ বলে ৫টি চারের সাহায্যে ৫০ রান করেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। ৫৫ ও ৫২ রানে অপরাজিত আছেন মুশফিক-লিটন।
ক্রীড়াঙ্গন/আবিরচ
প্রধান সম্পাদকঃ আজিজুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশকঃ আনোয়ারুল হক রুবেল
বার্তা সম্পাদকঃ সুজন আহমদ