বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনায় দুইদিন পর নিখোঁজ বাকি দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১০ এপ্রিল) সকালে মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন সংলগ্ন কালাবদর নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম।
উদ্ধার হওয়া মৃত মালা বেগম মাঝিরচর এলাকার সাইফুল হাওলাদারের স্ত্রী ও অপর জন একই এলাকার বাসিন্দা ইয়ামিন।
ওসি শফিকুল ইসলাম বলেন, শুক্রবার মাঝিরচর থেকে দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে যাওয়ার পথে যাত্রীবাহি ট্রলার ডুবির ঘটনায় মা ও মেয়ের লাশ উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলো তিনজন। ওই তিনজনের মধ্যে শনিবার দুপুরে এক শিশুর লাশ উদ্ধার করা হয়ে-ছে ঘটনাস্থল থেকে ৬/৭ কিলোমিটার দূর থেকে। সর্বশেষ রবিবার সকালে বাকি নিখোজ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
সারাদেশ/আবির
প্রধান সম্পাদকঃ আজিজুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশকঃ আনোয়ারুল হক রুবেল
বার্তা সম্পাদকঃ সুজন আহমদ