খালিয়াজুরী উপজেলা চেয়ারম্যান সোয়েব সিদ্দিকী’কে সিলেটে সংবর্ধনা The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৪ মইনুল হাসান আবির: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান মো. শামসুজ্জামান তালুকদার সোয়েব সিদ্দিকী’কে সিলেটস্থ খালিয়াজুরীবাসী’র পক্ষ থেকে বিজয়ী সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। ৫ জুলাই, শুক্রবার রাতে সিলেট নগরীর ‘চিলি রেস্টুরেন্টে’ রাতে নব-নির্বাচিত চেয়ারম্যানকে নিয়ে আলোচনা সভা শেষে বিজয়ী সংবর্ধনা দেওয়া হয়। শামছুজ্জামান সোয়েব সিদ্দকী গণমানুষের নেতা। তিনি বর্তমান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক উপজেলা যুবলীগ সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি প্রমাণ করে দিয়েছেন যে ভালোবাসা দিয়ে জনগনের মন জয় করা যায়। নির্বাচনে জনগনের মুখরিত ভাইরাল স্লোগানটি ছিল “নিজের খেয়ে সোয়েব ভাই” তার নেতৃত্বে হাওর বেষ্টিত খালিয়াজুরী উপজেলায় উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে বলে আশাবাদী এলাকাবাসী। প্রনব তালুকদার এর সঞ্চালনায় অনুষ্টানটিতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ বীমা কর্পোরেশন সিলেট এর ডেপুটি ম্যানেজার বিশ্বজিৎ রায়, সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত ইউপি সচিব শশাঙ্ক সরকার। অনুষ্টানটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব-নির্বাচিত চেয়ারম্যান মো. শামসুজ্জামান তালুকদার (সোয়েব সিদ্দিকী)। প্রধান অতিথির বক্তব্যে সোয়েব সিদ্দিকী বলেন, খালিয়াজুরী উপজেলার মানুষ ভোটের মাধ্যমে আমাকে যে ভালোবাসা দিয়েছেন তাতে আমি সারাজীবন মনে রাখব। আপনাদের বিশ্বাস ও আস্থার প্রতিদান হিসেবে উপজেলার জনকল্যাণমুখী কাজে ও আপনাদের পাশে থাকতে চাই। হাওর বেষ্টিত অবহেলিত খালিয়াজুরী উপজেলার সকল যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে বলে তিনি জানান। সিলেটস্থ খালিয়াজুরীবাসী’র আয়োজনে মুগ্ধ হয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি ও অন্যান্য বক্তারা খালিয়াজুরী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের দাবিগুলো তুলে ধরেন। আলোচনা শেষে সভাপতি শশাঙ্ক সরকারের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্টানটিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান সাদেক, সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদ মিয়া, ৫নং কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শামীম মোড়ল, খালিয়াজুরী প্রেসক্লাব এর সভাপতি স্বাগত সরকার শুভ, খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগ এর যুগ্ম আহ্বায়ক মোঃ ফখরুল ইসলাম মাঠি, ছাত্রলীগ কর্মী জনাব প্রান্তর তালুকদার। সিলেট থেকে আরো উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত ইউপি সচিব শশাঙ্ক সরকার, সিলেট জজকোর্ট এর এডভোকেট জুলফিকার সিদ্ধীক রুবেল, মলয় কান্তি দাশ, মোঃ নোমান, জনাব অসীম কুমার রায়, সুধন চন্দ্র সরকার, মোঃ শাহ আলম, রানা তালুকদার, মোঃ নাজিম উদ্দীন, বিপুল চৌধুরী, জয়ন্ত চৌধুরী, হাফেজ জাহাঙ্গীর আলম, বিশ্বজিৎ চন্দ্র সরকার, অলিউর রহমান ইমন, পিকলু সরকার রাজ, দীপ্ত সরকার, তাকবির খান, পিংকু চৌধুরী, সজীব সামন্ত, আলমগীর হোসেন রাজা, মোঃ শাফায়েত জামিল, আকাশ সরকার, বাপ্পু সরকার, বিপ্লব সরকার, শিমুল মিয়া, শিমুল রায়, বিজয় সরকার, পলাশ বিশ্বাস, কৌশিক চাকলাদার, হিমেল দাস, সবিনয় সরকার, অপূর্ব সরকার জয়, দুর্জয় রায় তালুকদার, সাগর চন্দ নান্টু, ধ্রুব রায় তালুকদার, গোবিন্দ তালুকদার, রনি সরকার, রানা তালুকদার, দিপু সরকার, গৌতম সরকার, বিদ্যুৎ সরকার, অর্জুন দাস, সাগর সরকার, প্রনয় সরকার, দিপক অধিকারি, রুপক দাস ও অন্যান্য অনেকেই। উল্লেখ্য: গত (৯ জুন) খালিয়াজুরী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কাপ-পিরিচ প্রতীকে শামসুজ্জামান তালুকদার ২০ হাজার ৬০৩ ভোট পেয়ে জয়ী হন। ভোট গনণা শেষে রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফখরুল আজম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। সারাদেশ/সিলেট সংবাদ SHARES সারা দেশ বিষয়: