কোম্পানীগঞ্জে ইছাকলসে দোকান ও বসবাড়িতে হামলা, আহত ১০ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩ সিলেটের কোম্পানীগঞ্জের ইছাকলস ইউনিয়নের ইছাকলস নিজগাঁও গ্রামে শুক্রবার ৩রা নভেম্বর ভোর সকালে হামলায় হাজি ময়নুল মিয়া ও মারুফ সহ আহত মোট ১০ জন। হাজি ময়নুল মিয়া বলেন তিনি ও তাহার ভাতিজা মারুফ আহমদ ইছাকলস ছাহেববাড়ি মসজিদে ফজর শেষে জিয়ারত করা অবস্থায় ইছাকল নিজগাঁও গ্রামের পশ্চিমপাড়ার মৃত নুরুল হকের ছেলে আবুল মিয়া, আলমাছ মিয়ার ছেলে বাদশা মিয়া,মৃত আমজই মিয়ার ছেলে নাসির,আনসার,মৃত সুরুজ আলীর ছেলে আব্দুশ শহিদ, আশক্কর আলীর ছেলে নয়ন, মৃত আকিল আলীর ছেলে আব্দুর রহমান ও বাদশা মিয়ার ছেলে শাহেদী একত্রে মিলে পূর্বের শত্রুতার জেরে পেছন থেকে রামদা দিয়ে আঘাত করলে তারা আহত হন। পরে সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পান বাদশা,আবুল,শুকুর,মসলমদর, আশক্কর ও আব্দুর রহমান তাহার বড় ভাই আব্দুশ শহিদের দোকানে আগুন দিয়ে দোকানের সবকিছু পুড়িয়ে দিয়েছে। বসতবাড়ি ও দোকানে হামলায় আহত ১০ জন কোম্পানীখঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন। প্রতক্ষদর্শীর মাধ্যমে জানা যায় তাদের বাইবেটার ও রাইস মিল,বসতবাড়িতে ভাংচুর করে এবং দোকানে আগুন দিয়ে পুড়িয়ে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে। ইছাকলস ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য নেছার আহমদ বলেন আমি সকালে ঘুম থেকে উঠেই আমার পাশ্ববর্তী ওয়ার্ডে বিশৃঙ্খলার খবর পেয়ে গিয়ে অনেকের কাছে জানতে পারি হাজি ময়নুল গ্রামের কিছু মানুষ কাজে যাওয়ার পথে সবাইকে গালাগালি করে ও হামলা করে এবং আব্দুশ শহিদ নিজেই মুদি দোকানে আগুন লাগিয়ে অন্যের দোষারোপ করতেছে। এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, আমরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ৩জন পুলিশ প্রেরণ করি। এখন পযর্ন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি তবে এটি তদন্ত করা হচ্ছে। সিলেট/আবির SHARES সারা দেশ বিষয়: