কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, নিহত ৩ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪ কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা লেগে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের ১০ যাত্রী। রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘ঢাকামুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিন জন নিহত হন।’’ সারাদেশ/আবির SHARES সারা দেশ বিষয়: