কাঁচপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২২ নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ এলাকায় অটোরিকশায় মাইক্রোবাসচাপায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার (৯ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জনে। সকাল সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক নবীর হোসেন। আর আহত চার জনকে উদ্ধার ঢাকা মেডিকেলে পাঠালে সেখানে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- কাঁচপুর এলাকার শামসুদ্দিন খন্দকারের ছেলে নুরউদ্দিন (৪৫), অটোরিকশার যাত্রী মো. হানিফ (৩০), মো. মামুন (৩১) ও নাম না জানা দুই জন। নিহত মামুনের ছোট ভাই সুমন বলেন, আমার ভাই আদমজী ইপিজেডে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আজ কাজ শেষে সিএনজিতে আমার বাসায় আসার পথে দুর্ঘটনায় মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কাঁচপুর থেকে ব্যাটারি চালিত অটো রিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে ঢাকা মেডিকেলের চারজনকে নিয়ে আসলে তিনজন মারা যান। এই ঘটনায় জামাল নামের একজন আহত হয়েছেন। ঢামেকে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তিনজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিমরাইল থেকে উল্টো পথে একটি ব্যাটারিচালিত অটোরিকশা (মিশুক) কাঁচপুরের দিকে যাচ্ছিল। এসময় ঢাকামুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই মারা যায় একজন। আহত চার জনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সিলেট/আবির SHARES জাতীয় বিষয়: