করোনায় মৃত্যু ৫ জন, শনাক্ত ২৫৭

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২২

 

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৫৭ জনের। এতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১০৫ জনে, মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জন।

শুক্রবার (১১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৩ হাজার ৮০১টি নমুনা পরীক্ষায় ২৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনই পুরুষ, তারা সবাই ঢাকা বিভাগের।

এর আগের ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) করোনায় দেশে ৩ জন মারা গিয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ১ দশমিক ৯১ শতাংশ।

সারাদেশ/আবির