করোনায় প্রকৃত মৃতের সংখ্যা ২ কোটির কাছাকাছি: ডব্লিউএইচও The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৩ কোভিড-১৯ আর ‘বিশ্ব জনস্বাস্থ্যে জরুরি অবস্থা’ নয় বলে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার সংস্থাটির দেওয়া এ ঘোষণা বিশ্বে করোনাভাইরাস মহামারির সমাপ্তি জানান দেওয়ার পথে বড় ধরনের পদক্ষেপ। খবর বিবিসির। ২০২০ সালে প্রথম কোভিডের জন্য ডব্লিউএইচওর সর্বোচ্চ স্তরের সতর্কতা জারির তিন বছর পর তা তুলে নেওয়ার এ ঘোষণা এলো। ডব্লিউএইচওর ‘জরুরি অবস্থা’ কোভিড মহামারির ওপর আন্তর্জাতিক অঙ্গনের মনোযোগ ধরে রাখার জন্য সহায়ক ছিল। এ ‘জরুরি অবস্থা’ আরও জারি রাখা দরকার কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে গত বৃহস্পতিবার বৈঠক করেছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি প্যানেল। তার অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রসহ বহু দেশ নিজেদের জারি করা কোভিড সংক্রান্ত জরুরি অবস্থা তুলে নেওয়া শুরু করেছে। এবার ডব্লিউএইচওও একই পথে হাঁটল। ডব্লিউএইচওর মহাপরিচালক ট্রেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, মহামারিতে অন্তত ৭০ লাখ মানুষ মারা গেছে। তবে প্রকৃত মৃতের সংখ্যা ২ কোটির কাছাকাছি হতে পারে বলে জানান তিনি, যা সরকারি হিসাবে প্রায় তিনগুণ। ভাইরাসটি আর জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা না হলেও বিপদ শেষ হয়ে যায়নি। করোনাভাইরাস এখনো গুরুতর হুমকি হয়ে আছে বলে গেব্রিয়েসুস সতর্ক করে দিয়েছেন। ডব্লিউএইচও জরুরি অবস্থা তুলে নেওয়াকে এই মহামারি মোকাবিলায় বিশ্বের অগ্রগতির লক্ষণ বলে বর্ণনা করেছে। গেব্রিয়েসুস বলেন, বৃহস্পতিবার জরুরি কমিটি ১৫ বারের মতো বৈঠকে বসেছে এবং বিশ্বে জারি থাকা জনস্বাস্থ্যে জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্য আমার কাছে সুপারিশ করেছে। আমি সেই পরামর্শ মেনে নিয়েছি। অতঃপর আমি কোভিড ১৯-এ বৈশ্বিক জনস্বাস্থ্যে জরুরি অবস্থার সমাপ্তি ঘোষণা করেছি। স্বাস্থ্য বাতায়ন/আবির SHARES সারা দেশ বিষয়: