কবির আশরাফ পেলেন ছড়ায় সিমোপা সাহিত্য পুরস্কার ২০২৩

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩

চলতি বছর সিমোপা সাহিত্য পুরস্কার- ২০২৩ (ছড়া) পাচ্ছেন সিলেটের জনপ্রিয় ছড়াকার ও চিত্রশিল্পী কবির আশরাফ।

সম্প্রতি সিলেট মোবাইল পাঠাগার কর্তৃক পুরস্কার সম্পর্কিত বিজ্ঞপ্তিতে বিষয়টির নিশ্চয়তা পাওয়া যায়।

কবির আশরাফ বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত ছড়া লিখেন। তিনি ১৯৭৭ সালের পহেলা এপ্রিল সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

শিশু ও কিশোর সাহিত্য প্রধান এই ছড়াকারের উল্লেখযোগ্য অংশগ্রহণে প্রকাশিত হয়েছিল “ছড়িয়ে দিলাম ছড়ার আলো” গ্রন্থ।

সাহিত্য/আবির