কক্সবাজারে ট্রলারডুবি, ১৭ জেলে উদ্ধার The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২২ বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের নাজিরারটেক চ্যানেলে ফিশিং ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাগরে ভাসমান অবস্থায় ১৭ জেলেকে উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার (১ এপ্রিল) বিকেলে নাজিরারটেক চ্যানেলে পৌঁছালে একটি বস্তুর সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটির তলা ফেটে যায়। একপর্যায়ে জেলেদের চিৎকার শুনে উদ্ধারের চেষ্টা শুরু করেন স্থানীয়রা। প্রথমে ১০ জন ও রাত সাড়ে ৯টা পর্যন্ত ট্রলারে থাকা মোট ১৭ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হাওয়া জেলেদের বরাত দিয়ে ট্রলার মালিক জয়নাল আবেদীন জানান, ট্রলারটি মূলত মাছ আহরণে সাগরে যাচ্ছিল। ট্রলারটির মাঝি রফিকুল ইসলাম জানান, দুই সপ্তাহের জন্য গভীর সাগরে মাছ আহরণে যাচ্ছিলেন তারা। পথে চ্যানেলটিতে পৌঁছার পর বড় একটি ধাক্কা লাগে। এরপর ট্রলারটিতে পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করেন অন্য জেলেরা। সারাদেশ/আবির SHARES সারা দেশ বিষয়: