ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৬১, আহত ৯০০ জন The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জুন ৩, ২০২৩ ভারতের ওড়িশার বালাসোরে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬১। এ ঘটনায় আহত আছেন অন্তত ৯০০ জন। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক। রেলওয়ের মুখপাত্র অমিতাভ শর্মা বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের ১০-১২টি বগি বালেশ্বরের কাছে লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলো ছিটকে পড়ে উল্টো দিকের লাইনে। কিছু ক্ষণ পর উল্টো দিকের লাইন দিয়ে আসে হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস। সেই ট্রেনটি করমণ্ডল এক্সপ্রেসের ছিটকে পড়া বগির ওপর দিয়ে চলে যায়। এতে যশবন্তপুর এক্সপ্রেসেরও ৩ থেকে ৪টি বগি লাইনচ্যুত হয়।’ রেলওয়ে কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনার কারণে ৪৩টি ট্রেনযাত্রা বাতিল করা হয়েছে, ৩৮টির যাত্রার সময়ে পরিবর্তন আনা হয়েছে। দুর্ঘটনার ছবি ও ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে লাইনচ্যুত উল্টেপড়া ট্রেনের বগি বেয়ে উঠছেন। এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে পরিস্থিতি খতিয়ে দেখতে বলছেন তিনি। দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি করে দেওয়ায় ঘোষণা দিয়েছেন মোদি। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছেছে। কিছু ক্ষণের মধ্যে তারা উদ্ধার অভিযানে যোগ দেবে। ঘটনাস্থলে উপস্থিত আছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সূত্র: এনডিটিভি SHARES আন্তর্জাতিক বিষয়: